Search This Blog

ভয়

>> 4 Nov 2011





ভাবি একদিন বলব মনের কথা

অন্তরের যন্ত্রনা আর কতগুলো অশ্রাব্য ভাষা
কিক্তু তবু বলতে পারি কই?

হারিয়ে যেতে যেতে পালিয়ে যাই
তাই মিথ্যে স্বপ্ন আর ঠুনকো কল্পনার মাঝে
জন্ম নেয় তিন সীমাহীন ফারাক
বিশ্বাস, সন্দেহ আর যোগ্যতা।

তাই যখন অন্ধকারের অতল থেকে ছুটে আসে গুলিটা
বিদ্ধ করতে পারে না শরীর
শুধু ছুঁয়ে দিয়ে যায় মনকে।
আর বলে যায়,
‘কিছু কথা না বলাই থাকে ভাল’।

0 comments:

Post a Comment

Express Yourself !!!


Feel free to write your comments/suggestions here.
I will be pleased to see your view.

Thank You.

  © вeauту of мooи 2009 Romantica by тяιикα

Back to TOP